ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড় ঘোষণা সরকারের !

0
1

মহামারি পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বাড়ি থেকে চলছে কাজ। বেশিরভাগ বেসরকারি সংস্থার কর্মীরা বাড়ি থেকেই কাজ করছেন । এবার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র।


টেলিকম ডিপার্টমেন্ট আইটি ও আইটিইএস ইন্ডাস্ট্রিগুলিকে এ বছর ডিসেম্বর পর্যন্ত বাড়ি থেকে কাজ করার ছাড় দেওয়া হচ্ছে ৷ সংক্রমণের জেরে সরকার আইটি সংস্থাগুলিকে জুলাই মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছিল ৷ কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাতত ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দেওয়া হচ্ছে ৷ মঙ্গলবার রাতে টেলিকম সংস্থা ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ DoT-র তরফে জানানো হয়েছে, বর্তমানে প্রায় ৮৫ শতাংশ আইটি কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন ৷ কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজগুলি তার জন্য অফিসে কিছু সংখ্যক কর্মীরা যাচ্ছেন ৷
সরকারের তরফে জানানো হয়েছে করোনা সংক্রান্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সরকারের এই সিদ্ধান্ত খুশি আইটি সেক্টরের কর্মীরা ৷

প্রসঙ্গত, Nasscom এর তথ্য অনুযায়ী, এপ্রিলে দেশের আইটি সংস্থার প্রায় ৯০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করেছেন ৷ কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অনেকে মনে করছেন মহামারির পরবর্তী সময়েও বেশ কিছু সংস্থা এই নিয়মকে মানতে পারে। তার ফলে সংস্থাগুলির অফিসের জন্য আলাদা জায়গা এবং খরচ সবই সাশ্রয় হবে।