রাজস্থানের মুখমন্ত্রী অশোক গেহলট এবং তাঁর ভাই অগ্রজ সিং গেহলটের সার কোম্পানিতে আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়। সেই বিষয়ে তদন্তে পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানা-সহ ৬টি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সল্টলেকের জিসি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি ইডির আধিকারিকদের। যদিও এবিষয়ে সংবাদ মাধ্যমে কিছুই জানাতে চাননি তাঁরা।
অবিজেপি রাজ্যগুলিতে এজেন্সির মাধ্যমে সরকারের উপর কেন্দ্র চাপ সৃষ্টির চেষ্টা করে বলে অভিযোগ বিরোধীদের। রাজস্থানে কংগ্রেস সরকারের টালমাটাল পরিস্থিতিতে এই তল্লাশি সেই অভিযোগকেই আবার উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।