গোটা দেশকে গ্রাস করেছে করোনা। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। মারণ ভাইরাস মোকাবিলায় সরকারি পর্যায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কমছে না প্রকোপ। এবার উদ্বেগ বাড়িয়ে সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২,২৯১। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৯,৩২১ জন। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২২১। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ভবন এদিন তাদের বুলেটিনে আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৮,৪৫০। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৬১৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯,৬৫০।