সাতসকালে জাতীয় সড়কের ডাম্পারের সঙ্গে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ। যার জেরে আহত হয়েছেন বহু যাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দনকুমার ১১৬বি জাতীয় সড়কের গায়াগিরি বাসস্ট্যান্ডে। জানা গিয়েছে, এদিন সকালে একটি বেসরকারি বাস কলকাতা যাওয়ার সময় কাঁথিগামী একটি দ্রুতগতির ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। ছুটে যান স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।