বাঘের পথ আটকে একটি বিশালাকার পাইথন! অবাক করা ভিডিও মুহূর্তে ভাইরাল

0
1

বন্যপ্রাণীদের থেকে অনেক কিছু শেখার আছে৷ বহু ক্ষেত্রে পশুরা যে আচরণ করে, তা মানুষের মধ্যেও অনেক সময় দেখা যায় না৷ অন্তত সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও সেই প্রমাণই দিচ্ছে ।

একটি বাঘ ও একটি বিশালাকার পাইথন সাপের মুখোমুখি সংঘর্ষ৷ ট্যুইটারে সেই ভিডিও ভাইরাল৷ আসলে ওই পাইথন ও বাঘের ভিডিওটিতে লুকিয়ে রয়েছে একটি শিক্ষণীয় বার্তা ৷
ভিডিওটি-তে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে রাস্তায় একটি বাঘ হঠাত্‍ মুখোমুখি একটি পাইথনের৷ বাঘটি যতবার এগোতে যাচ্ছে, পাইথনটি আক্রমণের জন্য তৈরি হচ্ছে৷ খানিকক্ষণ এরকম চলতে থাকে৷
কিছু মিনিট পরে বাঘটি বুঝতে পারে, পাইথনটি তাকে পথ ছেড়ে দেবে না৷ বরং ও লড়াই করতে চাইছে৷ এরপর বাঘের সিদ্ধান্ত দেখলে আপনিও অবাক হবেন । ৷ বাঘটি কোনও রকম সংঘর্ষ, লড়াইয়ে যায়নি৷ চুপচাপ পাশ কাটিয়ে সরে গিয়ে পাইথনটিকে রাস্তা ছেড়ে দিয়েছে৷ নিজেও রাস্তায় এগিয়ে গিয়েছে শান্তিপূর্ণ ভাবে৷ সুশান্ত নাড্ডা নামে এক ব্যক্তি ভিডিওটি পোস্ট করেছেন ট্যুইটারে৷ কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়৷