২১ জুলাই কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, তাই শাস্তি হচ্ছে না: জ্যোতিপ্রিয়

0
1

বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় নেতৃত্বে গঠিত ২১ জুলাই কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ। তাই দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার, উত্তর ২৪ পরগনার হাবড়ায় ২১ জুলাই কর্মসূচির শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতপ্রিয় মল্লিক। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, কমিশনের রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? জবাবে মন্ত্রী বলেন, ‘রিপোর্টটা যেটা জমা পড়েছে। তা সম্পূর্ণ নয়। রিপোর্টটি পুনর্মূল্যায়ন করা হচ্ছে।’ এদিন ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে খাদ্যমন্ত্রী ‘অমানুষ’ বলে কটাক্ষ করেন। শহিদবেদিতে শ্রদ্ধা জানানোর পর জ্যোতিপ্রিয় হাবড়ার একটি অনুষ্ঠানবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় যোগ দেন।