মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বললেন, তার কড়া জবাব দিলেন সিপিএমের সুজন চক্রবর্তী। তিনি বলেন-
১) সিপিএমের বিরুদ্ধে যা তা না বলে নিজের গঠন করা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করছেন না কেন?
২) মমতা যত লোককে ফ্রি রেশন বলছেন, জনসংখ্যা তার থেকে কম। এগুলো যাচ্ছে কোথায়?
৩) মমতা সংখ্যালঘু স্কলারশিপ যতজনকে দিচ্ছেন বলিছেন, অত ছাত্র নেই।
৪) কোভিডে বেড নেই, মানুষ হাহাকার করছেন কেন?
৫) বিজেপির কমিটি কেন তৃণমূল থেকে যাওয়া নেতায় ভরে আছে?
সুজন বলেন, এই সরকার মিথ্যা কথা বলছে। প্রতি মুহূর্তে মমতা ধরা পড়ছেন।