“বাঁচার আকুতি শোনা গেল মমতার গলায়। তৃণমূলের এবারের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্নার সভা। এটাই তৃণমূলের শেষ একুশে জুলাইয়ের সভা। এরপর সভা হবে শুধুই কালীঘাটে”। এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশের ভার্চুয়াল সভাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
সুর চড়িয়ে বিজেপি নেতা আরও বলেন, অমিত শাহ-র ভার্চুয়াল মিটিংয়ের পাঁচ ভাগের একভাগ শ্রোতা মমতার বক্তব্য শুনেছেন। ভাগ্যচক্রে কালীঘাটের পার্টি আবার কালীঘাটেই ফিরে গিয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে বলছেন স্বপ্ন দেখুন। মানুষ স্বপ্নই দেখবে। স্বপ্ন কখনও সত্যি হয় না। বিজেপি উৎখাত করতে হবে না। উনি নিজেই উৎখাত হয়ে যাবেন। ২০২১ সালে মমতা আর মুখ্যমন্ত্রী থাকছেন না। তাই অনবরত মিথ্যে বলে চলেছেন। তৃণমূলের উচিত করোনাকে ধন্যবাদ দেওয়া। করোনা না হলে এই সভা প্রকাশ্যে হতো। আর সেখানে লোকই আসতো না, ফলে তৃণমূল মুখ লুকোবার জায়গা পেত না”।
প্রসঙ্গত, একুশের ভার্চুয়াল সভায় মমতা বলেন, গুজরাত বাংলা শাসন করবে না। পাল্টা রাহুল সিনহা বলেন, দেশের মানুষ নরেন্দ্র মোদিকে দেশ শাসন করতে দিয়েছেন। উনি বলার কে! বাংলাকে গুজরাত শাসন করবে না। এ রাজ্যের মানুষই শাসন করবে।





























































































































