সকালেই মুখ্যমন্ত্রী ট্যুইটে বললেন, ‘২০২১-এর ২১ জুলাই হবে সর্বকালীন বৃহত্তম সমাবেশ। অর্থাৎ মানুষের ভোটে তৃতীয়বার জয়ের পরেই হবে সেই সমাবেশ। পাল্টা ২১ জুলাইয়ের সভা শুরুর মুখেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, এটাই তৃণমূল কংগ্রেসের শেষ ২১ জুলাই। এবার মানুষ তাদের ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবে। আমরা বলছি এটা আসলে প্রহসন দিবস। তৃণমূলের অধিকার নেই শহিদ তর্পণের। বিজেপির ৯৩ শহিদের রক্তে রাঙানো তাদের হাত। মানুষই জবাব দেবেন ব্যালটে। গণতন্ত্র আর মানুষের অধিকারকে ওরা ভূলুন্ঠিত করেছে।