সিইএসসি-র গ্রাহকদের বিল জমা দিতে দেরি হলেও কারও লাইন কাটা হবে না। সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনই সকালে সিইএসসি-র সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুন বিল না এলে, আগের বিলের টাকা দিলেও কারো লাইন কাটা হবে না। এমনকী, লেট ফি-ও দিতে হবে না গ্রাহকদের।
বৈঠকে সিইএসসি-র তরফে বিদ্যুৎমন্ত্রীকে বলা হয়েছে। তাদের বিল তৈরিতে কোনও সমস্যা হয়নি। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, লকডাউনের সময় বেশিরভাগ লোক বাড়ির মধ্যেই ছিলেন। ফলে বিদ্যুৎ খরচ বেশি হয়েছে। কেন এই বিল হয়েছে, তার ব্যাখ্যা বিদ্যুতের বিলের পিছনদিকে দেওয়া থাকে। কিন্তু সেটা অধিকাংশ গ্রাহকই পড়েন না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, লকডাউনে আর্থিক মন্দার কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। এই পরিস্থিতিতে এক সঙ্গে তিন মাসের বিল দেওয়া কষ্টসাধ্য। এর ফলে আরও বেশি ক্ষোভ দেখা দিয়েছে।
মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সিইএসসি কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। যারা ইতিমধ্যেই এপ্রিল-মে মাসের বিল জমা দিয়ে দিয়েছেন, তাঁদের টাকা কী হবে? জুন মাসের বিল কীভাবে আলাদা করে নেওয়া হবে, সেই বিষয়ে সম্পূর্ণ পরিকল্পনা তারা তৈরি করছে। বিদ্যুৎমন্ত্রী জানান, এর জন্য সময় চেয়েছে কর্তৃপক্ষ। এই সমগ্র বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানান শোভনদেব চট্টোপাধ্যায়।






























































































































