২১ জুলাই মমতার ভাষণ, সঙ্গে কিছু চমক

0
12

মঙ্গলবার ২১ জুলাই দুপুর দুটোয় ভার্চুয়াল সভা তৃণমূল যুবর। ফেসবুক লাইভে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ধর্মতলায় শহীদবেদিতে মালা দেবেন দলের নেতারা। করোনার জন্য এবার বড় সভা হচ্ছে না। মমতার ভাষণ সর্বত্র ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি ব্লকে, প্রতি বুথে পতাকা উত্তোলন হবে। নেত্রীর ভাষণ সম্প্রচারের ব্যবস্থা থাকছে। এদিকে সূত্রের খবর, কর্মসূচি ঘোষণা, শুদ্ধিকরণ এবং আচরণবিধি বলে দেওয়ার পাশাপাশি থাকবে কিছু সাংগঠনিক চমক। এমনকী তৃণমূল থেকে চলে যাওয়া কারুর কারুর ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্য দল থেকে তৃণমূলে যোগদানের ঘোষণাও হতে পারে মঙ্গলবার।