গোষ্ঠী সংক্রমণের ফল? এবার বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২,২৮২

0
1

বাংলায় ক্রমাগত করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতি ২৪ ঘন্টায় সংক্রমণ বাড়ছে লাফিয়ে। ভেঙে দিচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। গোষ্ঠী সংক্রমণের ঠিক এমন চিত্রই দেখা যায়। রাজ্য সরকারও সে কথা স্বীকার করে নিয়েছে। ফলে লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,২৮২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪,৭৬৯ জন। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৪৭। আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন বুলেটিনে আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৭,২০৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৫৩৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬,৪১৮।