কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়াল হাইকোর্ট

0
3

কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়ল। আদালত নতুন নির্দেশিকায় আগামী ১০ অগস্ট পর্যন্ত কাজ করার সময়সীমা বাড়ালো ফিরহাদ হাকিম নেতৃত্বাধীন প্রশাসক বোর্ডের। প্রসঙ্গত, হাইকোর্টের আগের নির্দেশ অনুসারে আজ, ২০ জুলাই কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে এদিন মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে আদালত জানিয়েছে, আগামী ২৮ জুলাই কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি হবে।

উল্লেখ্য, গত ৩ জুন কলকাতা পুরসভা প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তাদের নির্দেশে স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট। মামলাটির দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। এরপর কলকাতা পুরনিগমের প্রশাসক বোর্ডকে “কেয়ারটেকার বোর্ড” হিসেবে চিহ্নিত করে কলকাতা হাইকোর্ট। সেই বোর্ডকে এক মাসের জন্য কাজ করার সুযোগ দেন বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ।