কোচবিহারে নতুন করে আরও আক্রান্তের হদিশ

0
1

ফের মারণ ভাইরাসের কোপ কোচবিহারে। নতুন করে আরও ১৮ জনের শরীরে মিলল সংক্রমণ। সোমবার রাতে, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, জেলায় নতুন করে আরও ১৮ জনের শরীরে ভাইরাস মিলেছে। আক্রান্তরা সকলেই কোচবিহার সদরের বাসিন্দা। যার মধ্যে ব্লক এলাকাও রয়েছে। তিনি আরও জানান, এদিন জেলার ৪৪০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।