সালারে গোষ্ঠী সংঘর্ষে ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

0
1

সালারে গোষ্ঠী সংঘর্ষে ধৃত ১৯ জনকে সোমবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়। রবিবার দুপুরে সালার থানার পূর্ব গ্রামে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে হয়। ঘটনায় আহত হন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম সহ দুপক্ষের মোট ১৬ জন যুবক। দু’পক্ষের সংঘর্ষ থামাতে আক্রান্ত হয় সালার থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী। এই ঘটনার জেরে সোমবার সকাল পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।