করোনা আবহে চলছে লকডাউন। যাত্রী পরিষেবায় দীর্ঘদিন ধরে বন্ধ লোকাল ট্রেন। যদিও রেলের বিভিন্ন ধরণের স্টাফ-জি আর পি- আর পি এফ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের বাড়ি থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চার-পাঁচ কামরার বিশেষ লোকাল ট্রেন চালায় আছে। এবার সেখানেই বিপত্তি।
স্টাফদের নিয়ে শিয়ালদহ স্টেশনে ঢোকার সময় হাসনাবাদ স্পেশাল ট্রেনের দুটি চাকা আচমকা বেলাইন হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিয়মিত লাইন রক্ষণাবেক্ষণ সত্ত্বেও ট্রেন প্রায় না চলা অবস্থায় এই দুর্ঘটনার জন্য রেলের সুরক্ষার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রেলকর্মীরাই।
রেলকর্মীদের অভিযোগ, ওই সময় ট্রেনের গতি কম ছিল এবং রবিবার ছুটির দিন হওয়ায় তুলনায় কর্মী সংখ্যাও ছিল অনেক কম। সেই কারণেই বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে।
শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১০.০৭ মিনিট নাগাদ রেলকর্মীদের নিয়ে যখন হাসনাবাদ স্পেশ্যাল ট্রেনটি শিয়ালদহ স্টেশনে ঢুকছিল ঠিক তখনই তিন নম্বর বগির দুটি চাকা লাইন থেকে পড়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রেলকর্মীরা।
ট্রেন থেকে নেমে যাত্রীরা হইচই শুরু করেন। ছুটে আসে আরপিএফ, জিআরপি। পরে ট্রেনটি তোলার জন্য সচেষ্ট হয় ইঞ্জিনিয়ারিং কর্মীরা।ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। বেলাইন হওয়ার কারণ খতিয়ে দেখছেন আধিকারিকরা।





























































































































