সংক্রমণ ঠেকাতে ব্যাঙ্ক নিয়ে রাজ্যের বড় সিদ্ধান্ত, জেনে নিন নিয়ম…       

0
1

ব্যাঙ্কের ক্ষেত্রে নয়া নিয়ম জারি হচ্ছে রাজ্যে। সংক্রমণ যে হারে বাড়ছে, তা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাধিক ব্যাঙ্কে সংক্রমণ বেড়েছে গত কয়েকদিনে। একাধিক কর্মী-অফিসারেরা ভাইরাস আক্রান্ত হয়েছেন। সংক্রমণ রুখতে তাই এবার সিদ্ধান্ত নেওয়া হল।

এদিন নবান্নের তরফে জানানো হয়, বাংলার সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্ক এবার থেকে শনি ও রবিবার বন্ধ থাকবে। সপ্তাহে মোট পাঁচদিন ব্যাঙ্কের কাজ হবে। এর আগে মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার ছুটি পেতেন কর্মীরা। তবে এবার প্রতি সপ্তাহেই পাঁচদিন করে কাজ হবে। একইসঙ্গে গ্রাহক পরিষেবার সময়ও কমিয়ে দেওয়া হল। এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা।

মহামারির আবহে স্কুল-কলেজ, অফিস-কাছারি, আদালত বন্ধ থাকলেও ব্যাঙ্ক কর্মীরা আগের মতোই গ্রাহকদের সেবা দিয়ে চলেছেন। লকডাউনেও বদলায়নি ব্যাঙ্ক পরিষেবার নিয়ম। এতদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্তই পরিষেবা দিতেন কর্মীরা। কিন্তু এবার সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ দেখে কড়া হচ্ছে প্রশাসন। সমস্ত কাজ সেরে যাতে কর্মীরা আরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তাছাড়া যত সংখ্যক কম মানুষ বাড়ির বাইরে থাকবেন, সংক্রমণের সম্ভাবনাও ততই কমবে।