কড়া লকডাউন ঘোষণাতেও মিশ্র প্রভাব কোচবিহারে

0
2

গোষ্ঠী সংক্রমণে এড়াতে কোচবিহারে সাতদিনের লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই প্রতিটি বাজার এবং জনবসতিপূর্ণ এলাকায় মাইকিং করে ঘোষণা করা হয়েছে। নির্দেশিকা অনুসারে সকাল 7 টা থেকে দশটা পর্যন্ত বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দোকান খোলা থাকার কথা। কিন্তু অসচেতনতা ছবি এখনও স্পষ্ট কোচবিহারে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাশাপাশি পান, বিড়ি চায়ের দোকান খোলা। শুধু তাই নয়, জেলা প্রশাসনের একাধিক নির্দেশিকা সত্বেও শহর এলাকায় টোটো ও অটো নিয়ন্ত্রিত হয়নি।
ঘোষণা করার পরে বাজারের ভিড় বেশ কিছুটা কমেছে।
মাস্কবিহীন পথচারীদের ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে লকডাউন সফল করতে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সমজিৎ রায় মাইক হাতে ইতিমধ্যেই প্রতিটি বাজারে ঘোষণা করেছেন। কিন্তু টোটো চলাচল নিয়ন্ত্রণ এবং গ্রাম-গঞ্জ থেকে কোচবিহারে দৈনিক শ্রমিকদের যাতায়াত নিয়ন্ত্রণ অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।