জুন মাসে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। মহামারি সহ বিভিন্ন বিষয়ে বেজিং এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে আমেরিকা। এবার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে জাপান। জাপান তাদের মোট ৫৭ টি সংস্থা চিন থেকে সরিয়ে নিতে চলেছে।
সূত্রের খবর, জাপান সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত চিন থেকে সরে আসার বার্তা দিয়েছে। এমনকী এই কাজের জন্য ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে জাপান সরকার। সংস্থাগুলকে বিশেষ সুবিধা ও আরও উন্নত করার জন্য পরিকাঠামো ঠিক করার জন্য ৫৩.৬ কোটি ডলার খরচ করার সিদ্ধান্ত নিয়েছে।চিনের উপরে ভরসা কমানোর জন্য ও নিজেদের দেশে সরবরাহ বাড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। শুধু জাপান না ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তাদের ব্যবসা চিন থেকে গুটিয়ে নিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।