প্রতিটি রাজ্যে ভাইরাস পরীক্ষা বাড়ানোর নির্দেশ ICMR-এর

0
1

দিন দিন বাড়ছে সংক্রমণ। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে প্রত্যেক রাজ্যকে বাড়াতে হবে ভাইরাস পরীক্ষার ক্ষমতা । কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান ও ICMR-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব সমস্ত রাজ্যকে পরীক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য চিঠি দিয়েছেন।

উল্লেখ্য , ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর নতুন নির্দেশিকা দিয়েছে। তাতে বলা হয়, ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরামর্শ বা প্রেস্কিপশন আর বাধ্যতামূলক নয়। এখন যে কেউ চাইলেই যে কোনও ল্যাব থেকে করোনার পরীক্ষা করাতে পারবেন। এই মর্মে সব রাজ্যকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান ও ICMR-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব।

রাজ্যগুলিকে নমুনা সংগ্রহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ।