চোপড়ায় কিশোরীর দেহে নিগ্রহের প্রমাণ মেলেনি, দাবি পুলিশের

0
1

উত্তর দিনাজপুরের চোপড়ায় ১৬ বছরের কিশোরীর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। শারীরিক নিগ্রহের কোনও প্রমাণ মেলেনি। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করে দাবি পুলিশের দাবি। এ বিষয়ে রাজ্য পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে।

রবিবার ওই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে চোপড়ার সোনাপুর এলাকা। জাতীয় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরপর গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে নিগ্রহ সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে।