ফের হরিয়ানা থেকে খালি হাতে ফিরল রাজস্থান পুলিশ

0
1

দল ভাঙানো ও বিধায়ক কেনাবেচার অভিযোগে তদন্ত চালাচ্ছে রাজস্থানের কংগ্রেস সরকার। সেই তদন্ত করতে গিয়ে তিনদিনের মধ্যে দুবার মানেসরের হোটেলে হানা দিয়ে খালি হাতে ফিরতে হল রাজস্থান পুলিশকে। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নির্দেশে এই তদন্ত চালাচ্ছে স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। হরিয়ানার মানেসরে যে হোটেলে কার্যত লুকিয়ে শচিন আছেন পাইলট ঘনিষ্ঠ বিধায়করা, সেখানে পৌঁছনোর পর রাজস্থান পুলিশকে বাধা দেয় হরিয়ানার পুলিশ। এই বিধায়কদের মধ্যে অন্যতম একজন ভানোয়ারিলাল শর্মার বিরুদ্ধে বিজেপির সঙ্গে প্রত্যক্ষ যোগসাজশের অভিযোগে এফআইআর হয়েছে। বহুচর্চিত টেপকাণ্ডে তাঁর কথোপকথন শোনা গিয়েছে। এজন্য তাঁর ভয়েস স্যাম্পেল নিতে চায় রাজস্থানের তদন্তকারী দল। কিন্তু হরিয়ানা পুলিশের বাধায় দু-দুবারই হোটেলের গেট থেকে ফিরে যেতে হল রাজস্থান পুলিশকে।