চোপড়ার ঘটনা নিয়ে পথে নামল বিজেপি মহিলা মোর্চা

0
1

চোপড়ার নাবালিকার রহস্য মৃত্যুর প্রতিবাদে পথে নামল বিজেপির মহিলা মোর্চা। সোমবার গড়িয়াহাটে মিছিলের নেতৃত্ব দেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, একটি মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে সকালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। এর পিছনে রয়েছে তৃণমূলের হাত। অবিলম্বে এই নারকীয় খুনের অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এইদিনের মিছিল নিয়ে একদিকে যেমন সামাজিক দূরত্ব লঙ্ঘনের অভিযোগ উঠেছে তেমনি গড়িয়াহাটের মতো এলাকায় মিছিলের জনজীবন বিপর্যস্ত হয়।