চোপড়া কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে অমিত শাহ’ র দরবারে বিজেপির প্রতিনিধি দল

0
1

নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত পরিস্থিতি উত্তর দিনাজপুরের চোপড়ায়। এই ঘটনার বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করল রাজ্য বিজেপির প্রতিনিধি দল। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। এদিন অমিত শাহর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।এদিন বাবুল সুপ্রিয় বলেন, ” ময়নাতদন্ত, এফআইআর প্রহসনে পরিণত হয়েছে। আমরা সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি। পাশাপাশি ওই অঞ্চলের মানুষ যাতে সুরক্ষিত থাকে সেই দিকেও নজর দেওয়ার আবেদন করেছি।”