আইপিএলের সম্ভাব্য সূচি তৈরি : বিসিসিআই

0
1

আজ আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়েই টি-২০ বিশ্বকাপ বাতিল হওয়ায় প্রবল সম্ভাবনা। এই ভেবেই অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক করে ফেলেছে আইপিএলের সম্ভাব্য সূচি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তৈরি সূচি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের পছন্দ নয় বলে জানা গিয়েছে।

বোর্ড সূত্রে খবর, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানাচ্ছে বিসিসিআই। ৪৪ দিনে শেষ হবে টুর্নামেন্ট। অর্থাৎ টুর্নামেন্ট চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। আর তাতেই আপত্তি জানাচ্ছে স্টার স্পোর্টস। কারণ, ৪৪ দিনে টুর্নামেন্ট শুরুর অর্থ একদিনে জোড়া জোড়া ম্যাচ পড়ার সম্ভাবনা বেশি। যা কিনা টিআরপি কমিয়ে দেয়। একদিনে একটি করে ম্যাচ হলে টিআরপি অনেক বেশি হয়। তবে এতকিছুর মাঝেও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিসিআই বোর্ড। বোর্ড চাইছে নভেম্বরের প্রথম সপ্তাহেই আইপিএল মিটিয়ে দিতে। কারণ, ৩ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ।

তবে এত সব পরিকল্পনা নির্ভর করছে আজকের আইসিসির সিদ্ধান্তের উপর। জানা গিয়েছে, বোর্ড নাকি ইতিমধ্যেই আরব আমিরশাহীর মাটিতে টুর্নামেন্টের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে।