রীতিমতো জল্পনা উস্কে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুপুরে বৈঠকে বসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল নিজেই ট্যুইট করে এই খবর দিয়েছেন। রাজ্যপাল লিখেছেন, রাজ্যের পরিস্থিতি চিন্তাজনক। রাজ্যবাসীর কল্যাণ আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে। সংবিধান মেনেই রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হবে। সংবিধানের ১৫৯ ধারা অনুযায়ী এটা আমার কাজের মধ্যেই পড়ে। সংবিধানকে রক্ষা করা এবং সেই অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। রাজ্যপালের এই ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। তৃণমূল কংগ্রেস অবশ্য পরিষ্কার জানাচ্ছে রাজ্যপাল রাজনীতি করছেন। কলকাতা দিল্লির উড়ান পরিষেবা বন্ধ থাকায় ধনকড় লক্ষ্ণৌ হয়ে দিল্লি পৌঁছন।