উদ্ধার বিরল প্রজাতির হলুদ কচ্ছপ! আগে কেউ দেখেনি

0
1

উদ্ধার হলো বিরল প্রজাতির হলুদ কচ্ছপ। ওড়িশার বালেশ্বরের সুজানপুর গ্রামে দেখা মেলে এই কচ্ছপের। পরে বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে কচ্ছপটিকে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ। এটির পিঠের খোল ও পুরো দেহটাই হলুদ রঙের। এর আগে কখনও এমন কচ্ছপের দেখা মেলেনি। খুব সম্ভবত এটি আলবিনো প্রজাতির।

প্রসঙ্গত, সিন্ধুতে এমন একটি কচ্ছপ পাওয়ার কথা কয়েক বছর আগে সামনে এসেছিল। ওড়িশা থেকে উদ্ধার হওয়া এই কচ্ছপটির ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি পাত্রে রাখা জলে সাঁতার কাটছে হলুদ কচ্ছপটি।