ভাইরাস সংক্রমণ রোধে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউনের পথে রাজ্য সরকার। রাজ্যে কিছু জায়গায় গোষ্ঠীর সংক্রমণ ঘটেছে বলে ধারণা। এর প্রেক্ষিতেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার, নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন করা হবে।
চলতি সপ্তাহের জন্য সেটি বৃহস্পতিবার ও শনিবার এই লকডাউন হবে।
আগামী সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন থাকবে। আর একটি দিন আগামী সোমবার ঘোষণা করা হবে। আপাতত জুলাই এবং অগাস্ট মাসে এই বিধি চলবে। প্রতি সপ্তাহে সোমবার দিন সেই সপ্তাহের লকডাউনের ২ দিন ঘোষণা করে দেওয়া হবে। সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রসচিব।






























































































































