করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে, দিলীপ-সুব্রতর কথার কটাক্ষ

0
1

একদিকে বিজেপি সভপতি করোনা সংক্রমণ বেড়ে চলায় দুষছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্যদিকে তাঁকে ‘মিস্টার কটাক্ষ’ বলে বর্ণনা করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকা প্রসঙ্গ উত্থাপন কিরে দিলীপ বলেন, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, যে দিল্লির দাঙ্গা ঢাকতে নাকি করোনা নিয়ে বাড়াবাড়ি করছেন প্রধানমন্ত্রী। এখন বুঝতে পারছেন পরিস্থিতি কী! প্রথম থেকে বিষয়টা সিরিয়াসলি না নেওয়ার কারণে আজ বাংলায় সংক্রমণ লাফিয়ে বাড়ছে। দিলিপের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, রাজ্যের মানুষ তো ওনাকে মিস্টার কটাক্ষ বলে ডাকতে শুরু করেছে। যা কিছুই ঘটুক ওনার কাজ শুধু কটাক্ষ করা।