জমি সংক্রান্ত মামলায় প্রশাসনের কোনও হেলদোল নেই। এই অভিযোগে রাস্তায় দাঁড়িয়ে গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দিলেন এক মহিলা ও তাঁর মেয়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসের সামনে। জানা গিয়েছে ওই মহিলা আমেঠির বাসিন্দা।
নর্দমা দিয়ে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল তাঁদের। এই নিয়ে লাগাতার হুমকি দিচ্ছিল প্রতিবেশীরা। ওই মহিলার অভিযোগ, মে মাস থেকে এই সমস্যা শুরু হয়। অথচ পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা নিষ্ক্রিয় থেকেছে। শুক্রবার ওই ঘটনার পর দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই আমেঠির থানার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গোটা ঘটনার দায় চাপিয়েছে যোগী আদিত্যনাথের সরকারের উপর। গরিব কল্যাণে এই সরকার ব্যর্থ বলে কটাক্ষ করেছেন তিনি।






























































































































