কর্মীদের ৫বছর বিনা বেতনে ছুটি: এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন ডেরেকের

0
1

এয়ার ইন্ডিয়ার কর্মীদের পাঁচ বছর বিনা বেতনে ছুটির বিরোধিতা করে অসামরিক বিমান পরিবহনমন্ত্রকের প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত অমানবিক। এটি অবিলম্বে প্রত্যাহার করার আবেদন জানান ডেরেক।

তিনি তাঁর চিঠিতে লেখেন, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিরুদ্ধাচারণ। কারণ, লকডাউন পরিস্থিতির প্রথমেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, কঠিন সময় কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। একইসঙ্গে তাঁদের সম্পূর্ণ বেতন দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ডেরেক অভিযোগ করেন, এয়ার ইন্ডিয়া এই সিদ্ধান্ত কেন্দ্রের এই প্রস্তাবের সম্পূর্ণ পরিপন্থী। অবিলম্বে তা প্রত্যাহার করার আবেদন জানান তৃণমূল সাংসদ।

এয়ার ইন্ডিয়ার একাংশের কর্মীকে বিনা বেতনে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ছুটিতে পাঠানোর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এমনকী, আরএসএস অনুমোদিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘকেও প্রতিবাদের সামিল হওয়ার আর্জি জানান মমতা। এবার, অসামরিক বিমান পরিবহনমন্ত্রকের প্রতিমন্ত্রীর কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানালেন ডেরেক ও ব্রায়েন।