অর্থ কমিশনের টাকা হাতে পেল পঞ্চায়েত, খরচের উপর নজর কেন্দ্রের

0
1

পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা পেল রাজ্যের পঞ্চায়েতগুলি। এবার বরাদ্দ অর্থের খরচের মাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, হুগলির ১৮টি ব্লকের ২০৭টি পঞ্চায়েতের জন্য বরাদ্দ হয়েছে ৪৩ কোটি ৫১ লক্ষ ৪৭ হাজার ৫৯৯ টাকা।

কেন্দ্র নির্দেশিকা জারি করে জানিয়েছে, পঞ্চায়েতগুলি নিজেদের ইচ্ছা অনুযায়ী এই টাকা খরচা করতে পারবে না। এই অর্থ শৌচাগার, মুখ ঢাকা নিকাশি নালা, নিরাপদ পানীয় জল সরবরাহ, গ্রামীণ এলাকায় ক্ষুদ্র বা ছোটখাটো সেচ ব্যবস্থাপনা সহ এই ধরণের কাজে ব্যবহার করার কথা বলা হয়েছে। এর মধ্যে বৃষ্টির জল ধরে রাখা এবং জলের পুনর্ব্যবহার সম্পর্কিত কাজের জন্য কমপক্ষে ৫০ শতাংশ খরচ করতে বলা হয়েছে। পাশাপাশি ৫০ শতাংশ খরচ করতে হবে পরিকাঠামো নির্মাণ, রাস্তাঘাট এবং শ্মশানের চুল্লি তৈরির কাজে।

প্রসঙ্গত, উন্নত আর্থিক পরিচালনা, কাজের গতি বাড়ানো ও অর্থ করেছে নজরদারি বাড়াতে এবার পঞ্চায়েতের আয়-ব্যয় সংক্রান্ত হিসাব নতুন সফটওয়্যার ‘পিআরআইএস’- তে নথিভুক্ত করতে হবে। আগেই ‘পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ বাধ্যতামূলক হয়েছিল।