“আমি এখন আলোয় আছি” সুশান্তের ‘কণ্ঠস্বর’ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0
2

প্রিয় মানুষ প্রয়াত হলেন তাঁকে শেষবার দেখা বা শেষবার তাঁর সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষার অনেকেরই থাকে। যারা প্ল্যানচেটে বিশ্বাস করেন তাঁরা অনেকেই ওই পদ্ধতিতে প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে চান। অন্যথা হলো না অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও। প্যারানর্মাল সাইকোলজিস্ট হাফ প্যারানর্মাল দাবি করেছেন, সুশান্ত অনুরাগীরা প্লানচেট করার অনুরোধ জানিয়েছিলেন তাঁর কাছে। সেই অনুরোধে সাড়া দিয়ে সুশান্তের সঙ্গে তিনি কথা বলেছেন বলে দাবি হাফের।

যে ভিডিও হাফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে শোনা যাচ্ছে, একজনের আওয়াজ ভেসে আসছে। হাফের দাবি ওটা সুশান্তের গলার আওয়াজ। শোনা যাচ্ছে, “আমি এখন আলোয় আছি। মন খারাপ আমার। ভগবানের সঙ্গে দেখা করতে চাই।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাফের আপলোড করা ইউটিউব লিংক।