গুলি লক্ষ্যভ্রষ্ট: প্রাণে বাঁচলেন বিজেপি নেতা

0
1

নৈহাটির এক বিজেপি নেতাকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। চলন্ত গাড়ির পিছনে বাইক নিয়ে ধাওয়া করে চলন্ত অবস্থায় পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তিনটে গুলিই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন বিজেপি নেতা গণেশ দাস। শনিবার বিকেলে জগদ্দল মেঘনা মোড় থেকে বিজেপির প্রতিবাদ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে নৈহাটি বিজেপি নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর তিনটি গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে তাঁর গাড়িতে।ঘটনায় তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।