সংক্রমণের জের, আগামী ৩ দিন বন্ধ কোচবিহার পুরসভা

0
1

এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কোচবিহার পুরসভার পুর প্রশাসক ভূষণ সিং। চিকিৎসার জন্য শনিবার তিনি শিলিগুড়ি রওনা দিয়েছেন। এই অবস্থায় কর্মচারীদের সুরক্ষার স্বার্থে সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩ দিন কোচবিহার পুরসভার ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। কোচবিহার পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান আমিন আহমেদ এক সাংবাদিক বিবৃতিতে জানান, “সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার নিরিখে পৌরসভা তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিক সহ পুর প্রশাসক স্বয়ং ভাইরাস সংক্রমিত। তাই পুরসভার অন্যান্য কর্মচারীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ওই বিবৃতিতে জানানো হয়েছে, পুর ভবন বন্ধ থাকলেও প্রাথমিক জরুরী পরিষেবা অর্থাৎ জল, নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ করবে পুর কর্মীরা। পুর প্রশাসকের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের লালা রস পরীক্ষার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, “পুরসভা বন্ধ থাকার পাশাপাশি সম্পূর্ণ পুরভবন স্যানিটাইজ করার ব্যবস্থা করছে প্রশাসন। আজ রবিবার করোনা মোকাবিলায় কমিটির বৈঠক ডাকা হয়েছে। জেলা সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে।”