করোনা সংক্রমণের জেরে, এবার বন্ধ হলো মানিকতলা বাজার

0
1

করোনা সংক্রমণের জেরে রাজ‍্যজুড়ে নতুন করে কনন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে রাজ‍্য সরকার। কনন্টেনমেন্ট জোন গুলিতে জরুরি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, কনন্টেনমেন্ট জোন হওয়ায় আজ, রবিবার থেকে মানিকতলা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন মানিকতলা বাজার কমিটির এক সদস্য জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে মানিকতলা বাজার। যেহেতু এই এলাকায় করোনা সংক্রমণ প্রভাব বেশি রয়েছে, তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।