কর্কট রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জন লুইস

0
1

ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সেই কর্কট রোগই প্রাণ কেড়ে নিল জন লুইসের। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য জন লুইস মারা গেলেন শুক্রবার। বয়স হয়েছিল ৮০ বছর।

ষাটের দশক থেকে আমেরিকায় বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন তিনি। এমনকী দিন কয়েক আগে আমেরিকার মাটিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। গণপরিবহনে সাদা আর কালোদের আলাদা বসার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৯৬১ সালে ওয়াশিংটন থেকে নিউ অর্লিয়েন্স পর্যন্ত বাসযাত্রা করেছিলেন। ১৯৮৭ সাল থেকে একাটানা জর্জিয়া থেকে ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ থেকেছেন লুইস। তাঁর মৃত্যুর পর বারাক ওবামা শোকবার্তায় বলেছেন, “লুইস ছিলেন আমার ‘হিরো’। জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে একটা ভার্চুয়াল জনসভায় শেষ বার লুইস আর আমি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। ওঁর মতো একজন মানুষের জীবনের উপসংহার এমনই হওয়া উচিত।”