রাজস্থানে ফোন ট্যাপিং: রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

0
1

রাজস্থানে রাজনৈতিক নেতা-কর্মীদের ফোন ট্যাপিংয়ের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য- রাজনীতি। অশোক গেহলট সরকারের বিরুদ্ধে অভিযোগ, শুধু বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করাই নন, বিরোধী দলের নেতা, জনপ্রতিনিধি এমনকী সরকারের সমর্থক নির্দল বিধায়কদেরও ফোন ট্যাপ করা হচ্ছে। অভিযোগ, নির্দিষ্ট কারণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করতেই ফোন ট্যাপিংয়ের মাধ্যমে নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে রাজস্থানের মুখ্যসচিবের কাছে ফোন ট্যাপিং সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে বিজেপি এই ফোন ট্যাপিং ও ভুয়ো টেপ ছড়ানোর অভিযোগ নিয়ে সিবিআই তদন্ত চেয়েছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মানা হচ্ছে কীনা তা নিয়ে তদন্ত দরকার। তবে বিজেপি ভুয়ো টেপের অভিযোগ তুললেও রাজস্থান পুলিশের দুর্নীতি দমন শাখা সেই টেপ নিয়ে পুরোদস্তুর তদন্তে নেমে গিয়েছে। কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে শচিন পাইলট ঘনিষ্ঠ দুই বিধায়ক ভানোয়ারিলাল শর্মা ও বিশ্বেন্দ্র সিংকে। এফআইআর করা হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, গেহলট সরকার ফেলতে টাকার টোপ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, টেপের কথোপকথনের কণ্ঠস্বর তাঁর নয়।