রাজস্থান বিধানসভায় অশোক গেহলট কি বুধবার আস্থাভোট সেরে ফেলতে চাইছেন! রাজস্থান কংগ্রেস সূত্রে তেমনই খবর। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অশোক গেহলোট রাজ্যপাল কলরাজ মিশ্রর সঙ্গে দেখা করেন। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনার জাল। অনুমাণ করা হচ্ছে বুধবারেই আস্থা ভোট সেরে ফেলত চাইছেন অশোক গেহলট। গেহলট বা সরকারপন্থী বিধায়করা পাঁচতারা হোটেলে থাকলেও তাঁরা শক্তি পরীক্ষা দিতে তৈরি। অন্যদিকে শচীন পাইলট ঘনিষ্ঠ বিধায়করা জয়পুরে নেই। খবর নেই শচীনেরও।