ভাইরাস আক্রান্ত প্রাক্তন গোয়েন্দা প্রধান, মৃত্যু স্ত্রীর

0
1

ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষের স্ত্রীর। তিনিও আক্রান্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পল্লবকান্তি ঘোষ। তবে তাঁর ছেলের নেগেটিভ এসেছে।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন গোয়েন্দা কর্তার স্ত্রী। জ্বরে ভুগছিলেন তিনি। নিজের বাড়িতেই আইসোলেশনে থাকতে শুরু করেন গোয়েন্দা প্রধান ও তাঁর স্ত্রী, ছেলে। শনিবার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে স্বামী-স্ত্রীর।
এরপর শ্বাসকষ্ট শুরু হয় প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর। শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যু হয় তাঁর।