বিজেপি বলল কিনা মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট, ঠিক তো!

0
1

মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট বিজেপি! অ্যাথলিট স্বপ্না বর্মন ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে গেরুয়া শিবির, পরিষ্কার জানিয়ে দিল বিজেপি। এমন ঘটনা নজরে আসে না বললেই চলে। বিজেপির রাজ্য সহ সভাপতি তথা জলপাইগুড়ি জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দীপেন প্রামাণিক পরিষ্কার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যা করেছেন তাতে সন্তুষ্ট তাঁরা।

দীপেন প্রামাণিক বলেছেন, “স্বপ্না রাজবংশী সমাজের নয়নের মণি। তাঁর বাড়িতে এই ধরনের হানা দেওয়া অন্যায়। সোনার মেয়েকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রী দেরিতে হলেও ব্যবস্থা নিয়েছেন। আমরা সন্তুষ্ট।” এছাড়াও তিনি বলেন, শুধু সঞ্জয় দত্ত নন। আরও অফিসার এর পিছনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

কয়েকদিন আগে স্বপ্নার নতুন বাড়িতে হানা দেন বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। শোনা যায়, কাঠ ছিল তাঁর বাড়িতে। এরপর অফিসাররা কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারেনি স্বপ্নার বাড়ির লোক।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, “স্বপ্না খুব ভাল মেয়ে। বাংলার গর্ব। আমি ওকে খুব ভালবাসি। বন দফতর ওর বিরুদ্ধে বেআইনি ভাবে কাঠ রাখার মামলা করেছে। আমি তা জানতে পেরেই ওকে ফোন করি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি এ ব্যাপারে কোনও চিন্তা না করতে।’

মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপে খুশি বিজেপি।