ভালো আছে বচ্চন পরিবার, তবে হাসপাতালে থাকতে হবে আরও কিছুদিন

0
1

ভালোই আছে করোনা আক্রান্ত বচ্চন পরিবারের সদস্যরা। চিকিতৎসায় ভালো সাড়া দিচ্ছেন সকলে। বচ্চন পরিবারের চার সদস্যকেই রাখা হয়েছে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

ভালো আছেন ঐশ্বর্য ও আরাধ্যাও। বিশেষ চিন্তার কারণ নেই। তবে হাসপাতাল সূত্রে খবর, ঐশ্বর্যর কাশির সমস্যা এখনও রয়ে গিয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে এবং তাঁর কন্যা আরাধ্যাকে আরও দু’দিন চিকিতৎসকদের নজরদারির মধ্যে রাখা হবে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।একইসঙ্গে অমিতাভ ও অভিষেককেও আরও দু-তিনদিন হাসপাতালে থাকতে হবে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় গোটা বচ্চন পরিবার। অভিষেক, অমিতাভ তো আগেই ভর্তি হয়েছিলেন। শুক্রবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় হোম আইসোলেশনে থাকা উপসর্গহীন ঐশ্বর্য ও আরাধ্যাকে ভর্তি করা হয় তাঁদেরও। তবে স্বস্তির খবর, করোনায় সংক্রমিত হননি জয়া বচ্চন।