সুদূর মার্কিন মুলুকে থাকলেও, মনেপ্রাণে তাঁরা খাঁটি মোহনবাগানী। এবারও তাই ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসের আগে আমেরিকাবাসী মোহনবাগান ভক্তরা এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চান।
আই লিগ জিতেছে মোহনবাগান। প্রিয় ক্লাবের এই জয়ে অন্য সময় হলে সুদূর আমেরিকাতেও সবুজ-মেরুনের মেলা বসতো। লকডাউনের লস এঞ্জেলস থেকে করোনাময় ক্যালগেরি, গৃহবন্দি সবাই। আর তাই সেলিব্রেশনটা ছোট হতে হতে এখন জুম, গুগল হ্যাঙ্গাউটে বন্দি হয়ে গিয়েছে।
এ আফসোস ভোলার নয়। তবে, করোনা আবহে শহরজুড়ে শোভাযাত্রা হোক বা নাই হোক, ঘর থেকেই সেলিব্রেশনে সামিল সবাই। আগামী ২৫ জুলাই, মোহনবাগান দিবসের ঠিক আগের শনিবার “মেরিনার্স এবরোড”র ছোট্ট প্রচেষ্টা। বিশ্বজুড়ে মোহনবাগান সমর্থকদের এই অনলাইন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়েছেন তাঁরা। যেখানেই যে থাকুন না কেন, আড্ডার মেজাজটা কিন্তু ভার্চুয়াল রকে বসেই হবে। সামিল থাকবেন মোহনবাগানের সমর্থক সেলিব্রিটিরাও।






























































































































