চাকরি পাকা হলো রাজ্যের ১২ হাজার অতিথি অধ্যাপকদের। অতিথি অধ্যাপকদের সমস্যা দূর করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ১ জানুয়ারি ২০২০- র নিরিখে বর্ধিত হারে বেতন পাবেন তাঁরা।
এতদিন পর্যন্ত রাজ্যের প্রায় ৮ হাজার ৫০০ জন অতিথি অধ্যাপক ক্লাস পিছু ভাতা পেতেন। এ রাজ্যের কলেজগুলি নিজস্ব তহবিল থেকে সেই ভাতা দিত। অর্থ দফতরের সম্মতি পাওয়ার পর শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট অধ্যাপকদের দায়িত্ব এবার রাজ্য সরকারের। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে অতিথি অধ্যাপকদের স্যাক্ট-১ এবং স্যাক্ট-২ বিভাগে ভাগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইউজিসির যোগ্যতামান না থাকা ১০ বছরের কম অভিজ্ঞ স্যাক্টদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা। যাদের যোগ্যতামান আছে কিন্তু ১০ বছরের কম অভিজ্ঞ, তাঁরা পাবেন ২৫ হাজার টাকা। আবার ১০ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির নির্দিষ্ট যোগ্যতামান না থাকা শিক্ষকরা পাবেন ৩১ হাজার টাকা। ১০ বছরের বেশি এবং ইউজিসির যোগ্যতামান পেরনো শিক্ষকরা মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।





























































































































