সুশান্তের মৃত্যু রহস্য, অভিযোগ প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব: কঙ্গনা

0
1

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ নিয়ে প্রথম মুখ খোলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর অভিযোগ সমর্থন করেছিলেন পরিচালক শেখর কাপুর, অভয় দেওলও। এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর পিছনে থাকা কারণ হিসেবে যে অভিযোগ তিনি করেছেন, তা প্রমাণ করতে পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেবেন।

কঙ্গনার কথায়, “মুম্বই পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তখন আমি মানালিতে। আমি জানিয়েছিলাম কাউকে পাঠানো হোক আমার বক্তব্য রেকর্ড করার জন্য। কিন্তু পুলিশের পক্ষ থেকে তারপর আর কিছু জানানো হয়নি। আমি যা বলেছি তার প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার পর্যন্ত ফিরিয়ে দিতে পারি।”

বরাবরই সোজাসাপ্টা কথা বলে এসেছেন কঙ্গনা রানাওয়াত।হৃতিক রোশন, মহেশ ভট্ট থেকে সূরজ পাঞ্চোলি, করণ জোহর, সকলের বিরুদ্ধেই কড়া আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরেও চুপ করে বসে থাকেননি তিনি। বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এমনকী এই আত্মহত্যার জন্য স্বজনপোষণ নীতি দায়ী বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।