শুধু সিইএসসি নয়, লুঠ চালাচ্ছে এসইবিও, ক্ষুব্ধ সুজন

0
1

শুধু সিইএসসি নয়, এসইবিও বেআইনিভাবে লাগামছাড়া বিদ্যুৎ বিল নিচ্ছে। অভিযোগ সিপিএম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। ভুতুড়ে বিলের ধাক্কায় কলকাতা আর শহরতলির মানুষ বিরক্ত। সরকারকে এ বিষয়ে বারবার পদক্ষেপ করতে বললেও নির্লিপ্ত উদাসীনতা বজায় রেখেছে। যার ১২০০ টাকা বিল আসত, তার ১২হাজার টাকা বিল আসছে। মানে কী! মানুষকে এভাবে লুঠ করা বন্ধ করতে হবে। জিনিসের দাম বাড়ছে, ওষুধ আক্রা হচ্ছে, মাস্ক স্যানিটাইজারের দাম বাড়ছে। তার উপর এই লুঠের চাপ। এখনই সরকারকে এসব বন্ধ করতে হবে।