বিজেপিতে আসার পর থেকে অর্জুনকে খুনের চেষ্টা চলছে : দিলীপ

0
1

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর থেকেই অর্জুন সিংকে খুন করার চেষ্টা চলছে। এগরায় দলীয় বৈঠকে এসে একথাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তাঁর বাড়ির সামনে গুণ্ডা দাঁড়িয়ে থাকে, আর পুলিশ দাঁড়িয়ে থাকে। গুণ্ডাদের বোমা ফসকালে আছে পুলিশের গুলি। একজন সাংসদের নিরাপত্তা নেই। যেমন সকলে দেখলেন বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হল। এদিন দিলীপ শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপালের মন্তব্যের মধ্যে না ঢুকে বলেন, ক্লাস বন্ধ, ল্যাবরেটরি বন্ধ, লাইব্রেরি বন্ধ। তাও পুরো ফিজ নেয় কী করে স্কুলগুলি? রাজ্য সরকার কেন হস্তক্ষেপ করছে না!