জনগণের টাকায় পুঁজিবাদকে মদত কেন্দ্রের: ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করে অভিযোগ ডেরেকের

0
4

সারাদেশের ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। সেখানে ঋণখেলাপ হয়েছে এমন শীর্ষ স্থানীয় ৩৩ ব্যাঙ্কের নাম রয়েছে। সারা ভারত ব্যাঙ্ককর্মী সংগঠনের পক্ষ থেকে শনিবার, ২৪২৬ জন ঋণ খেলাপির নামের এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের ১,৪৭,৩৫০ কোটি টাকা লুট করা হয়েছে। এই টাকায় প্রতিটি কর্মহীন পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দেওয়া যেত। জনগণের টাকায় কেন্দ্রীয় সরকার পুঁজিবাদকে আরও মদত দিচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগের সপক্ষে দুটি তালিকাও প্রকাশ করেছেন ডেরেক। একটি ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা যে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন তার তালিকা। অন্যটি শীর্ষে থাকা ৩৩ ব্যাঙ্কের তালিকা।