- যত বড় অশুভ শক্তি হোক না কেন জয় হবে বাংলার
- বাংলার যুবশক্তিকে এগিয়ে নিয়ে যেতে যাঁরা ময়দানে নেমে কাজ করেছেন তাঁদের সবাইকে অভিনন্দন
- বাংলা মাথানত করতে শেখেনি
- সাড়ে পাঁচ লক্ষ যুবক-যুবতী যুবশক্তির সঙ্গে যুক্ত
- স্বতঃস্ফূর্তভাবে মানুষ এতে যোগ দিয়েছেন
- বাংলা নেতাজি, ক্ষুদিরাম, স্বামীজির বাংলা
- এই বাংলা মাথানত করতে শেখেনি
- মনীষীদের জীবন ভালোভাবে লক্ষ্য করতে হবে
- যে দেশপ্রেম, আত্মত্যাগ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁদের ছিল সেটা আদর্শ
- এই জন্মভূমি, কর্মভূমি, ধর্মভূমি আমাদের বাংলা
- করোনা যুদ্ধ লড়াই করে চলেছেন চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরা
- রাস্তায় দাঁড়িয়ে যাঁরা এই পরিস্থিতিতেও কাজ করছেন তাঁদের সবাইকে নতমস্তকে প্রণাম করছি
- যাঁরা ফ্রন্টলাইন ওয়ারিয়র তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি
- যাঁরা করোনায় প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই
- তৃণমূলের প্রথমদিন কংগ্রেসকে এই কামনায় আমরা হারিয়েছি, তাঁর আত্মার শান্তি কামনা করি
- আমরা প্রাণ দিয়ে বাংলার জন্য লড়াই করব
- আমফানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নাম নথিভুক্ত করতে পারেনি তাদের সাহায্য করবে এই যুবযোদ্ধারা
- কার, কোথায়, কী প্রয়োজন হচ্ছে সেটা দেখে তাঁদের সাহায্য করা যুবযোদ্ধাদের প্রথম এবং প্রাথমিক কাজ
- প্রত্যেক যুবযোদ্ধাদের দশটি পরিবারের দায়িত্ব নিতে হবে
- কোন পরিবার বাঁচবেন সেটা ঠিক করবেন যুবযোদ্ধাই
- কিন্তু যাঁদের দায়িত্ব নেবেন, আগামী কয়েকমাস সেটা পালন করতে হবে
- নিজের সমস্তটা দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- তিনি একটা পোর্টাল চালু করবেন, সেই পোর্টালের মাধ্যমে সারা বাংলার সমস্ত যুবযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখবেন অভিষেক
- কোনও সমস্যা থাকলে এই পোর্টালে জানালে তার সমাধান করার চেষ্টা করা হবে
- রাজনীতি পরে, আগে বাংলা, আগে বাংলার মানুষ, আগে গর্বের পশ্চিমবঙ্গ
- আপনি যদি অন্য দলের ব্যক্তি হন তাহলেও যুবযোদ্ধায় যোগ দিতে পারবেন
- এই যুবকযোদ্ধাদের মাধ্যমে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য
- যদি রাজনীতিতে যুক্ত হতে চান সেই জায়গা আমি করে দেব
- মানব সেবায় নিজেকে উজাড় করে দিন
- যদি আপনার মধ্যে সম্ভাবনা থাকে, আমি নিজের পদ আপনাকে ছেড়ে দিতে দ্বিধা করব না
- আজ থেকে লক্ষ্য যুবযোদ্ধারা কীভাবে মাঠে নেমে কাজ করতে পারেন
- সবাই যদি ১০ টি করে পরিবারের দায়িত্ব নেন, তাহলে পাঁচ লক্ষ যুবযোদ্ধা ৫০ লক্ষ পরিবারের দায়িত্ব নিতে পারবেন
- আমফান বা করোনা থেকে যাদের ক্ষতি হয়েছে তাঁর প্রতিকারের চেষ্টা করব
- বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হবে
- আমাদের কোনও ভুল ত্রুটি না থাকলে আগামী দিন আমরা বাংলাকে করোনা মুক্ত করতে পারব
- যেকোন দলের সদস্যরাও যুবযোদ্ধা হতে পারেন
- একটি পোর্টাল তৈরি হবে, সেই পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সমস্ত যুবযোদ্ধাকে দিয়ে দেওয়া হবে, তাঁরা সেই পোর্টালের মাধ্যমে তাঁদের সমস্যা জানাতে পারেন
- তার মাধ্যমে আমরা তাঁকে সাহায্য করব
- যুবযোদ্ধা হলেই রাস্তায় টো টো করে ঘুরতে হবে না
- বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফোনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন যুবযোদ্ধারা
- যে দশটা পরিবারের দায়িত্ব নেবেন যুবযোদ্ধারা তাদের দায়িত্ব পালন করতে হবে, মাঝপথে পরিবর্তন করা যাবে না
- এটা একটি সম্মিলিত প্রয়াস, ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে
- সরকারি প্রতিষ্ঠান তারা কাজ করছে, তার সঙ্গে বাংলার যুবযোদ্ধারা যদি হাত মেলায় তাহলে সে কাজ ত্বরান্বিত হবে
- মতাদর্শগত ভিন্নতার বাইরে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করবেন
- চেষ্টা করলে সব সমস্যার সমাধান করা যায়
- মানুষের কাজ করার সুযোগ যখন পাচ্ছি তার থেকে বড় কী হতে পারে?
- কোনও প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে বা মেসেজ করে জানাতে পারেন
- বাংলাকে জয়ী করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে প্রতিবাদের ঝাঁপিয়ে পড়তে হবে
- “হোয়াট বেঙ্গল থিনকস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো” গোখলের এই বাণীকে সামনে রেখে এগিয়ে চলতে হবে
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































