বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বাকি মাত্র আর কয়েক মাস। কিন্তু ভাইরাস সংক্রমণের আতঙ্কে বদলে গিয়েছে মৃৎশিল্পীদের ডেইলি রুটিন। হুগলির শ্রীরামপুরের চাতরা কুমোরপাড়ায় গত ৬০ বছর ধরে প্রতিমা তৈরি করে আসছেন মৃতশিল্পীরা। ২৫ থেকে ৩০ টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি, কারিগর রয়েছে ১৩০- ১৫০ জন। লকডাউনের ফলে বেশিরভাগ কারিগর কাজে আসতে পারছে না। এই পরিস্থিতিতে দুর্গোৎসব ঘিরে সংশয় দেখা দিয়েছে। দুর্গাপুজো বড় করে না হয়ে, ছোট করে হলেও কিছুটা আশার আলো দেখতে পারেন মৃৎশিল্পীরা। যাঁদের আশা, ভরসা, জীবন যাপন পুরটাই নির্ভর করছে মাটিকে দেবতার রূপ দেওয়ার উপর।
অন্যান্য বার এই সময়ে ছোট থেকে বড় প্রতিমার অর্ডার চলে আসত। এখন তা নেই বললেই চলে। যাও বা আসছে উদ্যোক্তারা সঠিকভাবে বলতে পারছেন না যে তাঁরা প্রতিমা নেবেন কি না। এই পরিস্থিতিতে আগামী দিন তাঁদের সংসার চলবে কী করে সেটা ভেবেই চিন্তিত তাঁরা।





























































































































